পবিত্র আশুরা উপলক্ষ্যে বরিশাল নগরীর পদ্মাবতী এলাকায় দোয়া-মোনাজাত এবং দরিদ্রদের মাঝে খিচুড়ি বিতরণ করা হয়েছে। আজ বুধবার সকাল ১১টায় পদ্মাবতী মহরম কমিটির উদ্যোগে আয়োজিত দোয়া-মোনাজাতে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র আহসান হাবিব কামাল। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু।
এছাড়া সিটি করপোরেশনের কাউন্সিলরসহ স্থানীয়রা দোয়া-মোনাজাতে অংশগ্রহণ করেন। দোয়া-মোনাজাত শেষে দরিদ্রদের মাঝে খিচুড়ি বিতরণ করেন মেয়র কামাল।
এদিকে, আজ বিকেল ৪টায় নগরীতে দুটি তাজিয়া মিছিল বের হওয়ার কথা রয়েছে। নগরীর ফলপট্টি থেকে একটি এবং অপর তাজিয়া মিছিলটি বের হওয়ার কথা রয়েছে মরকখোলার পোল থেকে। আশুরা উপলক্ষে কঠোর নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী।
বিডি-প্রতিদিন/ ১২ অক্টোবর, ২০১৬/ আফরোজ