নদী দখল করে ঢাকার চারপাশের গড়ে ওঠা বড় স্থাপনাগুলো এবছরই গুঁড়িয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন নৌমন্ত্রী শাহাজান খান।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে তিনি এ কথা জানান ।
দখলদারদের তালিকা প্রসঙ্গ তিনি সাংবাদিকদের বলেন, চূড়ান্ত তালিকা তৈরী করার জন্য বিআইডব্লিউটিএ-কে নির্দেশনা দেওয়া হয়েছে। তাদের কর্মকর্তারা তালিকা করছেন।
উচ্ছেদের পর ফের দখল হয়ে যাওয়ার বিষয়ে মন্ত্রী বলেন, সেজন্য ২০ কিলোমিটার হাঁটার পথ (ওয়াকওয়ে) নির্মাণ করা হয়েছে, ২৮০ কিলোমিটারের পরিকল্পনা রয়েছে। ফলে দখলের সুযোগ আর থাকবে না।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি জামাল উদ্দিন। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক রাজু আহমেদ।
উপস্থিত ছিলেন যুগ্ম-সম্পাদক সাজ্জাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মদ জামাল হোসাইন, প্রচার ও প্রকাশনা সম্পাদক কাফি কামাল, আপ্যায়ন সম্পাদক আমিনুল হক ভূঁইয়া, কল্যাণ সম্পাদক মোহাম্মদ জিলানী মিল্টন, দপ্তর সম্পাদক মেহদী আজাদ মাসুম এবং কার্যনির্বাহী সদস্য ওসমান গনি বাবুল ও শেখ মাহমুদ এ রিয়াদ প্রমুখ।
বিডি প্রতিদিন/ ১২ অক্টোবর ২০১৬/ সালাহ উদ্দীন