খুলনায় রূপসা নদীতে সিমেন্টের কাঁচামালসহ ‘এমভি টুঙ্গীপাড়া’ নামে একটি কার্গো জাহাজ ডুবির ঘটনা ঘটেছে।
বুধবার বিকেল সাড়ে ৫টায় খান জাহান আলী সেতু সংলগ্ন নদীতে এ ঘটনা ঘটে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
খুলনা নৌ পরিবহন মালিক গ্রুপ ও মংলা বন্দর ব্যবহারকারী সমন্বয় কমিটির মহাসচিব অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। জাহাজটি মংলা থেকে খুলনার দিকে আসছিলো। রূপসা নদীতে তলা ফেটে এ কার্গো জাহাজটি ডুবে যায় জানান তিনি।
সূত্র: বাংলানিউজ
বিডি প্রতিদিন/ ১২ অক্টোবর ২০১৬/ সালাহ উদ্দীন