রাজধানীর কাকরাইল জামে মসজিদের সামনে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক নারী নিহত হয়েছেন।
বুধবার দুপুর ৩ টার দিকে সড়ক দুর্ঘটনাটি ঘটে।
রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) সাইদুর রহমান জানান, রাস্তা পার হতে গিয়ে একটি গাড়ির ধাক্কায় ওই নারী গুরুতর আহত হন। উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/ ১২ অক্টোবর ২০১৬/ সালাহ উদ্দীন