সিলেটের কলেজ ছাত্রী খাদিজা আক্তার নার্গিসের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। লাইফ সাপোর্ট খুলে নেয়া হয়েছে। খাদিজা স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন।
বৃহস্পতিবার দুপুরে স্কয়ার হাসপাতালের ডিপার্টমেন্ট অব মেডিসিন অ্যান্ড ক্রিটিকাল কেয়ারের (ডিএমসিকে) অ্যাসোসিয়েট মেডিক্যাল পরিচালক মীর্জা নাজিমুদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, খাদিজাকে ২৪ ঘণ্টা লাইফ সাপোর্ট ছাড়া পর্যবেক্ষণে রাখা হবে। এর মধ্যে তার শারীরিক অবস্থা কী হয় তা পর্যবেক্ষণ করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/ ১৩ অক্টোবর, ২০১৬/ আফরোজ