রাজধানীর মিরপুর থানার নাশকতার মামলায় ঢাকা সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও সাবেক ছাত্রদল নেতা শামীম পারভেজকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার দিবাগত রাতে রাজধানীর পরিবাগ থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানান মিরপুর থানার ওসি ভুইয়া মাহবুব হোসেন।
তিনি বলেন, নাশকতাসহ বিভিন্ন অভিযোগে শামীমের বিরুদ্ধে মিরপুর থানায় ১৮টি মামলা রয়েছে। এসব মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
প্রসঙ্গত, অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শামীম মিরপুর বাংলা কলেজের সাবেক ভিপি এবং ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির নেতা ছিলেন।
বিডি-প্রতিদিন/১৩ অক্টোবর, ২০১৬/মাহবুব