আজ বৃহস্পতিবার ঢাকা রিপোার্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, চীনকে কাশ্মিরিদের পাশে দাঁড়াতে হবে, ভারতের মাওবাদী আন্দোলনের পক্ষে অবস্থান নিতে হবে। কাশ্মির মুক্ত না হওয়া পর্যন্ত এই অঞ্চলে জঙ্গিবাদের অবসান হবে না।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর বাংলাদেশে আগমন উপলক্ষে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ (ন্যাপ) আয়োজিত ‘চীন-বাংলাদেশ সম্পর্কের ৪ দশক’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
১৯৭১ সালের মতো চীনকে ভুল করলে চলবে না। সিদ্ধান্ত গ্রহণে দীর্ঘসূত্রিতা পৃথিবীর অমঙ্গল বয়ে আনবে। মানুষের প্রাণহানিও ঘটবে। ভারতের আধিপত্যবাদ আরো বৃদ্ধি পাবে বলেও মন্তব্য করেন ডা. জাফরুল্লাহ।
বিডি প্রতিদিন/এ মজুমদার