নাগরিক নাট্যাঙ্গন-এর ২০তম প্রযোজনা ও হৃদি হকের নির্দেশনায় নাটক ‘গহর বাদশা ও বানেছা পরী’ আগামী রবিবার সন্ধ্যা ৭টায় সেগুন বাগিচাস্থ বাংলাদেশ জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হবে।
দক্ষিণাঞ্চলের লোকগাঁথা অবলম্বনে পালাটির নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন হৃদি হক। সেই সঙ্গে বানেছা পরী চরিত্রে অভিনয় করেছেন তিনি। উজিরের চক্রান্তে গিলামাইট বনে গহর বাদশার দুর্দশা ও বানেছা পরীর সঙ্গে তার প্রেমের আখ্যান নিয়ে এগিয়েছে নাটকটির গল্প।
নাটকটির কোরিওগ্রাফি করেছেন নৃত্যশিল্পী ওয়ার্দা রিহ্যাব। সঙ্গীত পরিচালনায় কামরুজ্জামান রনি। সেট পরিকল্পনায় রয়েছেন সাজু খাদেম এবং আলোক পরিকল্পনায় ঠাণ্ডু রায়হান।
উল্লেখ্য, গত বছরের ১৭ নভেম্বর সেগুনবাগিচার জাতীয় নাট্যশালায় নাগরিক নাট্যাঙ্গন-এর ২০তম প্রযোজনা ‘গহর বাদশা ও বানেছা পরী’ নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হয়।
বিডি-প্রতিদিন/ ১৩ অক্টোবর, ২০১৬/ আফরোজ