জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অর্থনীতি বিভাগের অধ্যাপক এবং তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মোহাম্মদের মুঠোফোনে হত্যার হুমকি দিয়ে খুদে বার্তা পাঠানো হয়েছে।
বুধবার দিবাগত রাত ১ টাক দিকে তার ফোনে একটি অজ্ঞাত নম্বর থেকে হুমকি দিয়ে বার্তা আসে।
অজ্ঞাত নম্বর থেকে হুমকি দিয়ে খুদে বার্তা পেলেও অধ্যাপক আনু মোহাম্মদ কাউকে সন্দেহ করছেন না বলে জানান। তবে এ ঘটনায় থানায় জিডি করবেন বলেও জানান।
অধ্যাপক আনু মোহাম্মদ বলেন, ‘যারা আমাকে পছন্দ করেনা তারা এ কাজ করতে পারে।’
খুদে বার্তাটি আসার পর তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঘটনাটি সম্পর্কে একটি স্ট্যাটাস দেন। স্ট্যাটাসে তিনি লেখেন, গতরাত একটার দিকে ০১৬২৯৯৬৭৫৫১ নম্বার থেকে পাঠানো এক বার্তা পেলাম। এর হুবহু: “Death keeps no calendar, and Ansatullah knows no time!”
বিডি-প্রতিদিন/১৩ অক্টোবর ২০১৬/ সালাহ উদ্দীন