চট্টগ্রামের পাহাড়তলী চক্ষু হাসপাতালের সামনে থেকে এক যুবকের (৩২) লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে তার লাশ উদ্ধার করে খুলশী থানা পুলিশ।
তাৎক্ষণিকভাবে ওই যুবকের নাম-পরিচয় পাওয়া যায়নি।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে পাহাড়তলী চক্ষু হাসপাতালের সামনে থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তার বাম পায়ের উরুতে জখমের চিহ্ন পাওয়া গেছে। ছুরিকাঘাতের পর অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে মনে হচ্ছে।
তিনি আরো জানান, লাশ উদ্ধারের পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সেখানে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করছে পুলিশ। এরপর ময়নাতদন্ত হবে এবং মামলা দায়ের করা হবে।
বিডি প্রতিদিন/১৪ অক্টোবর ২০১৬/ এনায়েত করিম