নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি স্টিল কারখানায় শুক্রবার সকালে বিস্ফোরণে চারজন দগ্ধ হয়েছেন। এদের নাম খালেক, ফজলুল হক, নয়ন এবং মনির হোসেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেয়া হচ্ছে।
ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল জানান, দগ্ধদের মধ্যে খালেকের শরীরের ৬৫ শতাংশ পুড়ে যাওয়ায় তার অবস্থা আশঙ্কাজনক। এছাড়া ফজলুলের ৫৫ শতাংশ, নয়নের ২৫ শতাংশ এবং মনিরের ৪৫ শতাংশ পুড়ে গেছে।
বিডি প্রতিদিন/ ১৪ অক্টোবর, ২০১৬/ফারজানা