খুলনায় বাসচাপায় জাহাঙ্গীর হোসেন (৩৮) নামে এক সাংবাদিক নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে খুলনা-যশোর মহাসড়কের মানিকতলায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর হোসেন যশোর থেকে প্রকাশিত দৈনিক পত্রিকা নওয়াপাড়ার খুলনা প্রতিনিধি ছিলেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আনোয়ার হোসেন জানান, আজ সকাল পৌনে ১০টার দিকে দৌলতপুরের মহেশ্বরপাশা পশ্চিম সেনপাড়ার বাড়ী থেকে মোটরসাইকেলে করে ফুলবাড়ী গেটের দিকে যাচ্ছিলেন জাহাঙ্গীর। খুলনা-যশোর মহাসড়কের মানিকতলায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা সোহাগ পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/১৪ অক্টোবর ২০১৬/ এনায়েত করিম