প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ উগ্র সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদকে পরাজিত করবেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ শুক্রবার সকালে রাজধানীর ঐতিহাসিক শহীদ সোহরাওয়াদী উদ্যানে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন প্রস্তুত কমিটির শৃঙ্খলা উপ-কমিটির এক বৈঠকে এ মন্তব্য করেন তিনি।
কাদের বলেন, ‘উগ্র সাম্প্রদায়িকতাকে পরাজিত করে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডকে অব্যাহত রেখে ২০৪১ সালের মধ্যে দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করাই আওয়ামী লীগের এ সম্মেলনের অঙ্গীকার।’
তিনি আরো বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সময়ের চাহিদার সাথে তাল মিলিয়ে দলকে আরো গতিশীল ও স্মার্ট করে তোলাই এবারের সম্মেলনে আমাদের প্রধান অঙ্গীকার।’
এ সময় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, ত্রাণ বিষয়ক সম্পাদক ফরিদুন নাহার লাইলী, উপ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মৃনাল কান্তি দাস, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য এবং বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য এস এম কামাল হোসেন, একেএম এনামুল হক শামীম, আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাওছার, আওয়ামী লীগ নেতা শফি আহমেদ, শাহাবুদ্দিন ফরায়েজী, দেলোয়ার হোসেন ও ইস্কান্দার মির্জা শামীম, ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।
আগামী ২২ ও ২৩ অক্টোবর ঐতিহাসিক শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে।
বিডি প্রতিদিন/১৪ অক্টোবর ২০১৬/ এনায়েত করিম