রাজধানীর গুলশানে অবস্থিত আমেরিকান ক্লাবে দায়িত্ব পালনকালে 'মিস ফায়ারে' রাশেদুল ইসলাম নামে পুলিশের এক কনস্টেবল গুলিবিদ্ধ হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আজ বিকাল ৪ টার দিকে এ ঘটনা ঘটে।
পরে আহত অবস্থায় ওই পুলিশ সদস্যকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে গুলশান থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, নিজ বন্দুকের গুলিতেই ওই পুলিশ সদস্য আহত হয়েছে। তবে আহত রাশেদুল সুস্থ হলেই বিস্তারিত ঘটনা জানা যাবে।
বিডি প্রতিদিন/১৪ অক্টোবর ২০১৬/হিমেল