ইসলামী বিশ্ববিদ্যালয়ে সৌন্দর্যবর্দ্ধক ফুলের চারা রোপণ অভিযান শুরু হয়েছে। শুক্রবার সকাল ৯ টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে ভিসি প্রফেসর ড. হারুন উর রশিদ আসকারি একটি ফুলের চারা লাগিয়ে এ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদের সাবেক সাধারণ সম্পাদক প্রফেসর ড. রুহুল কেএম সালেহ, প্রক্টর প্রফেসর ড. মাহবুবর বহমান, ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. আনোয়ারুল হক স্বপন, সাহকারি প্রক্টর রুহুল আমিন, ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
ক্যাম্পাসের সৌন্দর্য বৃদ্ধি করতে প্রশাসনের উদ্যোগে ক্যাম্পাস জুড়ে নানা রং-বেরং এর ফুলের চারা লাগানো হচ্ছে। তবে প্রশাসনের উদ্যোগে এ ফুলের চারা রোপণ অভিযান শুরু হলেও বিভিন্ন সংগঠন থেকে এ ফুলের চারা সরবরাহ করা হচ্ছে বলে জানা গেছে।
অনুষ্ঠানে প্রফেসর ড. রাশিদ আসকারি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য বৃদ্ধি করতে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে ক্যাম্পাস জুড়ে ফুলের চারা লাগানো শুরু হয়েছে। আগামী ভর্তি পরীক্ষার আগে ক্যাম্পাসের সৌন্দর্য বহু গুণে বৃদ্ধি পাবে বলে আশা করছি।’
বিডি প্রতিদিন/১৪ অক্টোবর ২০১৬/হিমেল