রাজধানীর মোহাম্মদপুরে একটি টিনসেড বাড়ি থেকে আজিজুল হক (১৮) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে মোহাম্মদপুরের ১৮ নং কাটাসুরের বাড়ি থেকে এ লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, আজিজুল মোহাম্মদপুরের ওই বাড়িতে তার মা রোজিনা ও বড় ভাইয়ের সঙ্গে থাকতেন। দুপুরে ঘরে ঢুকে মরদেহ ঘরের আড়ার সঙ্গে গামছা দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
পুলিশের মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাজিব জানান, ঝুলন্ত অবস্থায় ওই যুবকের দুই হাত পেছনের দিকে বাঁধা ছিলো। তাই এটি হত্যাকাণ্ড হতে পারে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/১৪ অক্টোবর ২০১৬/হিমেল