রাজধানীতে অ্যাম্বুলেন্স উল্টে দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে একজন শিশু রয়েছে বলে জানা গেছে। আজ সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
এতে আহত হয়েছেন আরও পাঁচজন। নিহতরা হলেন, শিশু শাকিল (৫) ও অজ্ঞাত পরিচয় (৬০) এক ব্যক্তি। আহতরা হলেন, গোলেনুর বেগম, রমজান আলী, বাচ্চু মিয়া, সজীব ও সূর্য বেগম।
ঢামেক পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করে জানান, সকালে হঠাৎ করেই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের সামনে ওই অ্যাম্বুলেন্সটি উল্টে যায়। এতে দুই জনের মৃত্যু হয়েছে।
বিডি প্রতিদিন/১৫ অক্টোবর ২০১৬/হিমেল