রাজশাহী মহানগরীতে বিশেষ অভিযান চালিয়ে ৪২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতভর নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। শনিবার দুপুরে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র ইফতে খায়ের আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নগরীর বোয়ালিয়া মডেল থানা ১৩ জন, রাজপাড়া থানা ১৪ জন, মতিহার থানা ১০ জন, শাহ মখদুম থানা দুইজন এবং মহানগর ডিবি তিনজনকে গ্রেফতার করেছে। এদের মধ্যে ১৬ জন ওয়ারেন্টভুক্ত আসামি, চারজন মাদক ব্যবসায়ী এবং ২২ জন অন্যান্য মামলার আসামি।
ইফতে খায়ের আলম আরও জানান, অভিযানে ২৪ পিস ইয়াবা, ৯০ বোতল ফেনসিডিল, ১০০ গ্রাম গাঁজা ও দুই গ্রাম হেরোইন উদ্ধার হয়েছে। আর গ্রেফতার সবাইকে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/ ১৫ অক্টোবর ২০১৬/ এনায়েত করিম