রাজশাহীতে পুজোৎসবে দেশীয় চোলাই মদপানে ৬ জন মারা গেছেন। এছাড়া অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন আরও অন্তত ২০ জন। গত তিনদিনে এসব মৃত্যুর ঘটনা ঘটে।
মৃত ব্যক্তিরা হলেন: নগরীর ফুদকীপাড়া এলাকার স্বপনের ছেলে দীপজল (২০), কুমার পাড়া এলাকার অজিতের ছেলে রতন (৫০), হেতেম খাঁ এলাকার কাশিনাথের ছেলে সুখেন (৪৫), রাজাহাতা এলাকার গোপালের ছেলে শ্রী প্রভাত (৪০), মুন্সিডাঙ্গা এলাকার নাডু এবং ডিঙ্গাডোবা এলাকার মটকু ডোম।
রামেক হাসপাতাল সূত্র নিশ্চিত করেছে, আজ শনিবার সকালে কুমার পাড়া এলাকার অজিতের ছেলে রতন মারা গেছেন। অন্যদের মধ্যে প্রভাত মারা গেছেন গত বৃহস্পতিবার সকালে এবং শুক্রবার মৃত্যু হয়েছে চারজনের। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও অন্তত ২০ জন। তারাও মদপান করে অসুস্থ হয়ে পড়েছিলেন।
জানা যায়, বিজয়া দশমীর মিছিলের আগে বেশ কয়েকজন মিলে চোলাই মদ পান করেন। এরপর মিছিল শেষে একে একে অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে গত দু'দিনে তাদের মৃত্যু হয়।
বিডি-প্রতিদিন/ ১৫ অক্টোবর, ২০১৬/ আফরোজ