বরিশালে বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভায় সন্ত্রাসী হামলা চালিয়ে নেতাকর্মীদের আহত করা এবং বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও জেলা আওয়ামী লীগ সভাপতির ছবি ভাঙচুরকারীদের দ্রুত বিচার না করা হলে আগামী ৩০ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুশিয়ারী দেয়া হয়েছে।
রবিবার সকালে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের ব্যানারে অনুষ্ঠিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। সংগঠনের বিভাগীয় সভাপতি মোহাম্মাদ আলী বাঘার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন অন্যান্য নেতৃবৃন্দ।
মানববন্ধনে ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতারা বলেন, গত ১৪ অক্টোবর নগরীর বান্দ রোডে বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে বর্ধিত সভা চলাকালে সেখানে হামলা চালায় একদল সন্ত্রাসী। এতে সংগঠনের বিভাগীয় সাধারণ সম্পাদক ইমান আলী শরীফ বাবুলসহ ৩ জন আহত হয়। হামলার সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহর ছবি ভাঙচুর করা হয় বলে অভিযোগ করেন বক্তারা। এ ঘটনার বিচারের দাবিতে মানববন্ধনের আয়োজন করা হয়। আগামী ২৯ অক্টোবরের মধ্যে দাবি মানা না হলে ৩০ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের ট্রাক ধর্মঘটের ডাক দেন শ্রমিক ইউনিয়নের নেতারা।
বিডি-প্রতিদিন/১৬ অক্টোবর, ২০১৬/মাহবুব