রংপুরে চাঞ্চল্যকর জাপানি নাগরিক কুনিও হোশি (৬৬) হত্যা মামলায় ৭ জেএমবির বিরুদ্ধে চার্জ গঠন করেছে আদালত। ফলে অনুষ্ঠানিকভাবে এ মামলার বিচার শুরু হলো।
মঙ্গলবার দুপুরে রংপুরের বিশেষ জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে ৪ জানুয়ারি মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন।
আসামিরা হলেন জেএমবির আঞ্চলিক কমান্ডার মাসুদ রানা, কমান্ডার খয়বর হোসেন, সদস্য ইছাহাক আলী , আহসান উল্লাহ, ইছাহাক আলী, আবু সাঈদ লিটন ও সাখাওয়াত হোসেন।
এর আগে, তদন্তকারি কর্মকর্তা কাউনিয়া থানার পরিদর্শক (তদন্ত) মামুনুর রশীদ তদন্ত শেষে গত ৩ জুলাই আট জেএমবি সদস্যের বিরুদ্ধে চার্জশিট দেন এবং ৭ জুলাই আদালত তা গ্রহণ করেন।
প্রসঙ্গত, ২০১৫ সালের ৩ অক্টোবর রংপুরের কাউনিয়া উপজেলার সারাই ইউনিয়নের কাচু আলুটারী গ্রামে জাপানি নাগরিক কুনিও হোশিকে গুলি করে হত্যা করা হয়। নগরীর মুন্সিপাড়া এলাকায় তার ব্যবসায়িক সহযোগী জাকারিয়ার বাসায় ভাড়া থাকতেন তিনি।
বিডি-প্রতিদিন/১৫ নভেম্বর, ২০১৬/মাহবুব