মুক্তিযুদ্ধের মুজিব বাহিনীর চট্টগ্রামের কমান্ডার, আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক মুক্তিযোদ্ধা এস এম ইউসুফ (৭০) আর নেই (ইন্নলিল্লাহি ... রাজিউন)। গতকাল সোমবার রাতে ঢাকার ধানমন্ডির বাসায় শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। দায়িত্বরত চিকিৎসক রাত ২টার দিকে স্বাস্থ্য পরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। অস্ট্রেলিয়ায় মেয়ের কাছে দীর্ঘদিন থাকার পর গত ৬ নভেম্বর তিনি দেশে ফিরেন।
তাঁর স্ত্রীর বড় বোন রেহেনা ইসলাম বলেন, অস্ট্রেলিয়া প্রবাসী তাঁর দুই সন্তান দেশে ফেরার পর আগামী শুক্রবার গ্রামের বাড়ি চট্টগ্রামের পটিয়ায় মনসা গ্রামে তাকে দাফন করা হবে।
মুক্তিযোদ্ধা এস এম ইউসুফের মৃত্যুতে আওয়ামী লীগ চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী এবং সাধারণ সম্পাদক মেয়র আ জ ম নাছির উদ্দিন, স্থানীয় সংসদ সদস্য শামসুল হক, পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি অধ্যাপক ডা. একিউএম সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার চৌধুরীসহ চট্টগ্রামের বিভিন্ন সংস্থা, সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিগণ গভীর শোক প্রকাশ করেছেন।
বিডি-প্রতিদিন/ ১৫ নভেম্বর, ২০১৬/ আফরোজ