রাস্তায় প্রতীকী রক্ত ঢেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মোতালেব হোসেন লিপু হত্যার বিচার দাবি করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে তারা এ কর্মসূচি পালন করেন।
এ সময় শিক্ষার্থীরা বলেন, লিপুর হত্যাকাণ্ডের আজ প্রায় এক মাস পার হতে চললেও এই হত্যা মামলার দৃশ্যমান কোনো অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি না। পুলিশি পাহারায় হলের ভিতরে যখন একজন শিক্ষার্থী খুন হয়, তখন এই ক্যাম্পাসে আমরা যখন তখন খুন হতে পারি। কিন্তু তখনো দেখবো, প্রশাসন চোখ বুজে ঘুমাচ্ছে।’
এ সময় শিক্ষার্থীর লিপু হত্যা মামলার দ্রুত অগ্রগতি ও সুষ্ঠু বিচার দাবি করেন। তারা বলেন, 'যতদিন লিপু হত্যার সুষ্ঠু বিচার না পাব, ততদিন আমাদের আন্দোলন অব্যাহত রাখব।’
এর আগে শিক্ষার্থীরা গণযোগযোগ ও সাংবাদিকতা বিভাগের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে গিয়ে শেষ হয়। এ সময় লিপু হত্যার বিচার দাবিতে শিক্ষার্থীদের স্লোগানে সরব হয়ে ওঠে প্রশাসন ভবন চত্বর।
বিডি-প্রতিদিন/১৫ নভেম্বর, ২০১৬/মাহবুব