মাওয়া থেকে ঢাকাগামী একটি বাসের চার যাত্রী অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন। এসময় দুর্বত্তরা তাদের কাছে থাকা লক্ষাধিক টাকা নিয়ে গেছেন বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
মঙ্গলবার সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আব্দুল্লাহপুর এলাকায় এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় উদ্ধার করে তাদের স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।
ভুক্তভোগীরা হলেন শরীয়তপুরের ইউনুস (৩২), মুন্সীগঞ্জের সিরাজদিখানের জহিরউদ্দিন (৬০), পুরান ঢাকার ১৪/১ রজনীবোস লেন বংশালের জহিরউদ্দিন আব্বাস (২৯) ও অজ্ঞাতপরিচয় (৪৫) এক ব্যক্তি।
হাসপাতালে চিকিৎসাধীন ওই যাত্রীরা জানান, অজ্ঞান পার্টি তাদের কাছ থেকে নগদ লক্ষাধিক টাকা ও মালামাল নিয়ে গেছে।
বিডি-প্রতিদিন/১৫ নভেম্বর, ২০১৬/মাহবুব