চট্টগ্রাম নগরীর চট্টেশ্বরী এলাকা থেকে 'মিনি কুপার' ব্রান্ডের বিলাসবহুল একটি গাড়ি আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তারা। শুল্ক ফাঁকির অভিযোগে ১ হাজার ৬০০ সিসির এই গাড়িটি আটক করা হয়। গাড়িটির আনুমানিক বাজার মূল্য ৬০ লাখ টাকা। গোপন সংবাদের ভিত্তিতে এক ব্যবসায়ীর বাসা থেকে আটক করা হয় বলে জানান শুল্ক গোয়েন্দা বিভাগের দায়িত্বশীলরা।
গোয়েন্দা সূত্রে জানা যায়, গাড়িটি রেজিস্ট্রেশন ছাড়াই বহুদিন ধরে চলাচল করছে। পরবর্তীতে গাড়িটির মালিকের কাছে আমদানি ও রেজিস্ট্রেশন সংক্রান্ত কাগজপত্র চাইলে তিনি তা দেখাতে পারেননি। বিআরটিএ’র রেজিষ্টেশন না নিয়ে গাড়িটি রাস্তায় চলাচল করতো। গোপনে নজরদারী এবং কাগজপত্র যাচাই করার পর মঙ্গলবার গাড়িটি জব্দ করা হয়েছে।
এ ব্যাপারে দি কাস্টমস অ্যাক্ট, ১৯৬৯ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী আইনানুগ প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। আটক গাড়িটি বর্তমানে কাস্টমস হাউসে জমা আছে।
বিডি প্রতিদিন/১৫ নভেম্বর ২০১৬/হিমেল-১৮