রাজধানীর রমনা পার্কের লেক থেকে অজ্ঞাত পরিচয় (৪৫) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাতে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয় বলে জানান রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান।
তিনি বলেন, ধারণা করা হচ্ছে পার্কের লেকে গোসল করতে গিয়ে পানিতে ডুবে ওই নারীর মৃত্যু হয়। তার পরনে ছিলো ছাপা রং এর শাড়ি। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়েছে বলেও জানান ওসি।
বিডি-প্রতিদিন/১৬ নভেম্বর, ২০১৬/মাহবুব