রাজধানীর পল্লবীতে মোবাইল ফোনের জন্য মো. আনিস (২২) নামে এক তরুণকে হত্যার দায়ে দুই জনের ফাঁসির রায় দিয়েছেন আদালত। আজ বুধবার ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আবদুর রহমান সরকার এ রায় দেন।
তিন বছর আগের এই হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, শমসের ও লালু। এদের মধ্যে লালু শুরু থেকেই পলাতক রয়েছেন।
সর্বোচ্চ সাজার আদেশের পাশাপাশি দুই আসামির প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন বিচারক।
স্থানীয় একটি দর্জির দোকানে কাজ করা আনিসকে ২০১৩ সালের ৭ ফেব্রুয়ারি পল্লবীতে গলা কেটে হত্যা করা হয়। তার বাড়ি চাঁদপুরের হবিগঞ্জে।
হত্যাকাণ্ডের পরদিন আনিসের ভাই মো. ফারুক পল্লবী থানায় মামলা দায়ের করলে শমসেরকে আটক করে পুলিশ। কিন্তু লালু এখনও পলাতক রয়েছেন।
বিডি প্রতিদিন/ ১৬ নভেম্বর ২০১৬/ এনায়েত করিম-১৪