আওয়ামী লীগের নব নির্বাচিত সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে সংবর্ধনা দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়। বুধবার বেলা ১ টার দিকে মন্ত্রীকে এ সংবর্ধনা দেয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
জানা যায়, বুধবার সকাল ১১টা থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের সামনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও ছাত্রলীগের নেতাকর্মীরা সমাবেত হতে থাকে। এসময় তাদের বিভিন্ন শ্লোগানে মুখরিত হয় রাজপথ। পরে বেলা সাড়ে ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. রাশিদ আসকারি, প্রোভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা মেইন গেটে এসে অবস্থান করে।
বেলা ১ টার দিকে আওয়ামী লীগের নব নির্বাচিত সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, যুগ্ম সাধারন সম্পাদক মাহবুবুল আলম হানিফসহ কেন্দ্রীয় নেতারা ক্যাম্পাস গেটে আসলে ফুল দিয়ে তাদের সংবর্ধন দেওয়া হয়।
এসময় ইবি বঙ্গবন্ধু পরিষদ ও শাপলা ফোরামের শিক্ষকরা এবং ইবি ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক অমিত কুমার দাসসহ ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া প্রিয় নেতা ওবায়দুল কাদেরকে দেখতে ক্যাম্পাস গেটে জনতার ঢল নেমে আসে।
বিডি প্রতিদিন/১৬ নভেম্বর ২০১৬/হিমেল-১৪