স্বাধীনতাবিরোধী মোনায়েম খানের বাড়ির রাস্তার পাশে সবুজায়নের জন্য বরাদ্দকৃত ১৯৫ ফুট দৈর্ঘ্য ও ৫০ ফুট প্রস্থের জায়গা দখলে নিতে পারবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। যৌথ জরিপের প্রতিবেদন উপস্থাপনের পর বুধবার আদালত এ আদেশ দেন। একইসঙ্গে দখলকৃত ওই জায়গা থেকে মোনায়েম খানের পরিবারকে উচ্ছেদে নিষেধাজ্ঞাও তুলে নিয়েছে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের হাইকোর্ট বেঞ্চ।
আদালতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের পক্ষে শুনানি করেন আইনজীবী আহসানুল করিম। সঙ্গে ছিলেন আইনজীবী শাহজাদা আল আমিন কবির সোহেল। রাষ্ট্রপক্ষে ছিলেন মোতাহার হোসেন সাজু।
আহসানুল করিম সাংবাদিকদের জানান, আদালতের আদেশ অনুসারে মঙ্গলবার মোনায়েম খানের পরিবারের এক প্রতিনিধির উপস্থিতিতে যৌথ জরিপ হয়। এতে দেখা যায়, ১৯৫ ফুট দৈর্ঘ্য ও ৫০ ফুট প্রস্থের জমি দখলে রেখেছিলেন মোনায়েম খানের পরিবারের সদস্যরা। এ প্রতিবেদন আদালতে দেওয়ার পর বুধবার আদালত আদেশ দেন। এখন ওই জায়গা সিটি করপোরেশনের দখলে নিতে আর কোনো বাধা নেই।
বিডি-প্রতিদিন/ ১৬ নভেম্বর, ২০১৬/ আফরোজ-০৭