বরগুনা জেলার পাথরঘাটা পাথরঘাটা থেকে ঢাকাগামী একটি বাস তল্লাশী চালিয়ে বরিশালে ৮০ মণ নিষিদ্ধ জাটকাসহ এক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে নগরীর রূপাতলীতে র্যাব-৮ কার্যালয়ের সামনে চেকপোস্ট বসিতে তাকে আটক করা হয়। পরে উদ্ধারকৃত জাটকা রাতেই বিভিন্ন এতিমখানা ও দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়।
এ ঘটনায় আটককৃত জাটকা ব্যবসায়ী পিরোজপুরের ভান্ডারিয়ার চরখালীর শহীদুল ইসলামকে বুধবার সকালে বরিশাল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হোসাইনের ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে দেড় বছরের কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা করেন। দণ্ড ঘোষণার পরপরই তাকে কারাগারে পাঠানো হয় বলে জানিয়েছে র্যাব।
র্যাব-৮ উপ-অধিনায়ক মেজর আদনান কবির এ সব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/১৬ নভেম্বর, ২০১৬/মাহবুব