জেলা পরিষদ নির্বাচনে জাতীয় পার্টি অংশ নেবে না বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসাইন মুহম্মদ এরশাদ। বুধবার তার নিজ বাসভবন রংপুর পল্লী নিবাসে সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন প্রশ্নোত্তরে তিনি এ কথা জানান।
এরশাদ বলেন, জেলা পরিষদ নির্বাচনের ভোটাররা আওয়ামী লীগ দলীয় নির্বাচিত সদস্য। তাদের ভোটে জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনের ফলাফল কী হবে তা আগেই স্পষ্ট। সেই কারণেই জেলা পরিষদ নির্বাচনে জাতীয় পার্টি অংশ নেবে না বলে সিদ্ধান্ত নিয়েছি। তিনি বলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে স্থানীয় দলীয় এমপির সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেব।
বুধবার তিনদিনের সফরে বিমানযোগে সৈয়দপুর হয়ে রংপুরে গেছেন এরশাদ।
বিডি-প্রতিদিন/ ১৬ নভেম্বর, ২০১৬/ আফরোজ-১১