অবৈধ বিলবোর্ড উচ্ছেদে ফের মাঠে নেমেছে সিলেট সিটি করপোরেশন (সিসিক) কর্তৃপক্ষ।
বুধবার সকাল ১১টা থেকে বেলা দেড়টা পর্যন্ত অভিযান চালিয়ে নগরীর জেলরোড থেকে নাইওরপুল পয়েন্ট পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠানের অবৈধ বিলবোর্ড উচ্ছেদ করা হয়।
সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব জানান, অবৈধ বিলবোর্ডের কারণে একদিকে যেমনি নগরীর সৌন্দর্য্যহানী ঘটছে, অন্যদিকে তেমনি করপোরেশন রাজস্ব বঞ্চিত হচ্ছে। এছাড়া অবৈধ বিলবোর্ডের কারণে বিভিন্ন সময় দুর্ঘটনাও ঘটে থাকে। তাই সিটি করপোরেশন অবৈধ বিলবোর্ড উচ্ছেদে নেমেছে। পর্যায়ক্রমে নগরী থেকে সবগুলো অবৈধ বিলবোর্ড ও সাইনবোর্ড উচ্ছেদ করা হবে।