সিলেট নগরীর দর্শন দেউড়ির এলাকায় অস্ত্রের মুখে এক নারীর স্বর্ণালঙ্কার ও নগদ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। আর ছিনতাইয়ের এ দৃশ্যটি ধরা পড়েছে সিলেট সিটি করপোরেশনের ৪নং ওয়ার্ডের কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদীর লাগানো ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরায়। রাস্তার উপর লাগানো একাধিক ক্যামেরায় ছিনতাইয়ের দৃশ্যটি ধরা পড়েছে বলে জানিয়েছেন কাউন্সিলর লোদী।
তিনি জানান, বুধবার ভোরে দর্শনদেউড়ি ঘুর্ণি আবাসিক এলাকার ১৫নং বাসার মুহিবুর রহমানের স্ত্রী জেসমিন নাহার তার নাতনীকে নিয়ে আম্বরখানা শিশু স্কুলে যাচ্ছিলেন। দর্শনদেউড়িস্থ আম্বরখানা গার্লস স্কুলের সামনে আসার পর মোটরসাইকেলে আসা দুই ছিনতাইকারী অস্ত্রের মুখে জিম্মি করে তার গলা থেকে স্বর্ণের চেইন ও হাতের চুড়ি এবং নগদ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে রাস্তার উপর লাগানো সিসি ক্যামেরার ফুটেজ দেখে ছিনতাইকারীকে শনাক্ত করা হয়।
এদিকে, ছিনতাইয়ের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে বিমানবন্দর থানা পুলিশ। তবে ছিনতাইয়ের ঘটনায় আজ বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।
বিডি-প্রতিদিন/ ১৬ নভেম্বর, ২০১৬/ আফরোজ-১৬