নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান বলেছেন, বিশ্বাস করেন আমি প্রস্তুত ছিলাম আইভীর নাম প্রস্তাব করতে। ভেবেছিলাম, মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় আইভীর নাম প্রস্তাবনায় আসবে। কিন্তু মহানগর আওয়ামী লীগের সভায় কেউ আইভীর নাম প্রস্তাব করেনি।
বুধবার (১৬ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা আদালত প্রাঙ্গনে জেলা আইনজীবী সমিতি নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেল পরিচিতি সভায় শামীম ওসমান এ কথা বলেন।
এর আগে মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সার্কিট হাউজ মিলনায়তনে মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় নাসিক নির্বাচনে মেয়র পদে ৩ জনের নাম প্রস্তাব করা হয়। তারা হলেন মহানগরের সভাপতি আনোয়ার হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান ও বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি এম এ রশিদ।
শামীম ওসমান আইভীকে ইঙ্গিত করে বলেন, ''ছোট বোন এত দাম্ভিকতা, অহংকার ভালো না, আমি তোমাকে দশবার অনুরোধ করেছিলাম মাফ চাও, ক্ষমা চাও। কিন্তু তুমি সেটা করো নাই। আর যেই গাছ ঝুলে পড়ে সেই গাছে ফল ধরে।''
এ সময় আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ প্যানেলের পক্ষে সকল আইনজীবীকে কাজ করার অনুরোধ করেন তিনি। মনে প্রাণে আওয়ামী লীগের আদর্শ ধারণ করে থাকলে এবার আওয়ামী লীগের পুরো প্যানেল জয়ী হবে বলে প্রত্যাশা করেন তিনি।
এর আগে মনোনয়ন প্রত্যাশীদের অন্তত ৩ সদস্যের প্যানেল তৈরি করে আগামী ২০ নভেম্বরের মধ্যে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের কাছে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে কেন্দ্র থেকে। ওই নির্দেশনায় নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদককে যৌথ স্বাক্ষরে প্যানেলভুক্ত প্রার্থীদের যোগ্যতা, নেতৃত্বের গুণাবলি ও জনপ্রিয়তার বিষয় উল্লেখ করে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের কাছে পাঠাতে বলা হয়। প্যানেল হাতে পাওয়ার পর কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড বৈঠকে বসে একজনকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেবে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ