অবিলম্বে গণমাধ্যম কর্মীদের নবম ওয়েজবোর্ড ঘোষণার দাবিতে রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় নগরীর আলুপট্টি মোড়ে এ কর্মসূচি পালন করে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে)।
কর্মসূচি থেকে নবম ওয়েজবোর্ড ঘোষণার পাশাপাশি অষ্টম ওয়েজবোর্ডের পূর্ণ বাস্তবায়ন ও আঞ্চলিক সংবাদপত্রে কর্মরত সাংবাদিকদের অবিলম্বে নিয়োগপত্র প্রদানেরও দাবি জানানো হয়। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) আহ্বানে রাজশাহীতে অনুষ্ঠিত এ মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন আরইউজের সভাপতি কাজী শাহেদ।
সাধারণ সম্পাদক মামুন-অর-রশিদের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক মুস্তাফিজুর রহমান খান আলম, বিএফইউজে সদস্য জাবীদ অপু, আনিসুজ্জামান, আরইউজে কোষাধ্যক্ষ তবিবুর রহমান মাসুম, সিনিয়র সাংবাদিক কাজী গিয়াস, তানজিমুল হক, রাজশাহী মেট্টোপলিটন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম প্রমুখ।
মানববন্ধন কর্মসূচিতে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ ছাড়াও রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্যরা অংশ নেন।
বিডি-প্রতিদিন/ ১৬ নভেম্বর, ২০১৬/ আফরোজ-১৯