যারা সংখ্যালঘুদের ওপর হামলা চালায় এদেশে তারাই প্রকৃত সংখ্যালঘু বলে মন্তব্য করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মুহাম্মদ। গাইবান্ধায় সাঁওতালদের ওপর হামলার প্রতিবাদে আজ বুধবার বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আয়োজিত এক প্রতিবাদ সভায় এ মন্তব্য করেন তিনি।
জাবি সাধারণ শিক্ষার্থীদের ব্যনারে আয়োজিত এই সভায় তিনি আরও বলেন, সাঁওতালরাসহ দেশের বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর বর্বরোচিত হামলাকারীরা আমাদের লোক হতে পারে না। এই মুষ্টিমেয় লোকের পাপের দায়ভার সমগ্র দেশের মানুষের উপর চাপানো যাবে না। এরা নিজেদের ব্যক্তিগত স্বার্থে প্রশাসনের প্রত্যক্ষ সহযোগিতায় এই হামলা চালিয়েছে। প্রকৃতপক্ষে হামলাকারীরাই এদেশে সংখ্যালঘু।
গাইবান্ধার ঘটনায় মৃতদের এবং অত্যাচারিতদের সঠিক সংখ্যা মিডিয়াতে আসেনি অভিযোগ করে তিনি আরও বলেন, প্রতিবাদ জোরদার না হলে এ ধরনের নিপীড়নের ঘটনা বন্ধ হবে না। এ সময় প্রতিটি অন্যায় অত্যাচারের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদেরকে সতর্ক দৃষ্টি রাখার পাশাপাশি এভাবেই এসব ঘটনায় প্রতিবাদ জানানোর আহ্বান জানান তিনি।
এদিকে আগামীকাল সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশের ঘোষণা প্রদান করা হয়। প্রতিবাদ সভায় ইতিহাস বিভাগের অধ্যাপক আনিছা পারভীন (জলী) ছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাজনৈতিক এবং সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ ১৬ নভেম্বর, ২০১৬/ আফরোজ-২১