কাস্টম হাউজে শুল্কায়নের সময় চারজন বহিরাগত 'ফালতু'কে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর কর্মকর্তারা।
জনবলের ঘাটতির অজুহাতে বহিরাগতরা বিভিন্নভাবে কাস্টমসের শুল্কায়ন কার্যক্রমে সম্পৃক্ত হয়। এরা মূলত ঘুষ ও অনৈতিক লেনদেনের মধ্যস্থতা করে থাকে। শুল্ক কর্মকর্তাদের কাছে এরা ‘ফালতু’ নামে পরিচিত।
বুধবার দুপুরে আটক ওই চারজন হলেন- আব্দুল কাদের (৪০), মোহাম্মদ মিজান (২৯), মহিন উদ্দিন (৩৫) ও মো. হোসেন (৩৫)। কাস্টম হাউজের সেকশন ৪, ৫ ও ৭ থেকে এদের আটক করা হয় বলে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক শামীমুর রহমান নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় দীর্ঘদিন ধরে তারা নথি ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছিল। এতে সরকারি কাজের গোপনীয়তা ক্ষুন্ন হয় এবং অনৈতিক কর্মকাণ্ডের সুযোগ সৃষ্টি হয়। গত ৮ নভেম্বর কাস্টম হাউজের পক্ষ থেকে এক নোটিসে অনুমতি ছাড়া অবস্থানকারী কাউকে দেখা গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল।
শুল্ক গোয়েন্দার এই কর্মকর্তা বলেন, ফালতুদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ নথি গায়েব ও অসাধু ব্যবসায়ীদের পক্ষে তথ্য পাচারের অভিযোগ আছে। কাস্টম হাউজের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় তাদের অবস্থান নিরাপত্তা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আটক চারজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান শামীমুর রহমান।
বিডি-প্রতিদিন/ ১৬ নভেম্বর ২০১৬/ সালাহ উদ্দীন