বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি করায় এক শিবির কর্মীকে পিটিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বঙ্গবন্ধুকে নিয়ে বিভিন্ন কটুক্তিমূলক মন্তব্য করে ইংরেজি বিভাগের ষষ্ঠ ব্যাচের শিক্ষার্থী মীর রওশন আলম। এ সময় সেখানে উপস্থিত ছাত্রলীগ কর্মী রায়হান তার বন্ধুদের নিয়ে এ কটুক্তির বিষয়ে রওশনের কাছে জানতে চান। তখন রওশন তাদেরকে ধাক্কা দিয়ে পালিয়ে যেতে চেষ্টা করলে ছাত্রলীগ কর্মীরা তাকে ধরে মারধর করে।
এ বিষয়ে ছাত্রলীগ কর্মী রায়হান বলেন, আমরা কয়েক বন্ধু ভাষা শহীদ রফিক ভবনের সামনে দাঁড়িয়ে ছিলাম। তখন বঙ্গবন্ধু বাংলাদশের স্বাধীনতা চায়নি বলে বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি করতে শুনেছি । এ কথা বললেন কেন- জানতে চাইলে সে নিজেকে সাংবাদিক বলে দাবি করে এবং তাকে কেউ কিছু করতে পারবে না বলে হুমকি দেয়।
রওশন আলমের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি অস্বীকার করেন।
জবি প্রক্টর ড. নুর মোহাম্মাদ বলেন, বিষয়টি আমি শুনেছি, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, বঙ্গবন্ধুকে কটুক্তকারী রওশন আলম জামায়াত-শিবিরপন্থী সাংবাদিক সুব্রত মন্ডল ও শাহীনের অনুসারী। এর আগেও গত ২৯ আগস্ট জবিসাসের কার্যালায়ে হামলা করেছিল জামায়াত শিবিরপন্থী সাংবাদিক হিসেবে পরিচিত ফখরুল শাহীন, দিপু রায়হান, রাকিবুল ইসলাম ও সুব্রত মন্ডলসহ বেশ কয়েকজন। এ সময় তারা জবিসাসের কার্যালয়ে টানানো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি অবমাননা করে। বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনের তদন্তাধীন রয়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ