সিলেট জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েলকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার রাত ৮টার দিকে সিলেট নগরীর মির্জাজাঙ্গাল থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা রয়েছে।
দুদক সূত্র জানায়, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের দায়িত্ব পালনকালে সুব্রত চক্রবর্তী জুয়েল ৩ কোটি ২৮ লাখ টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ ওঠে। এ অভিযোগের প্রেক্ষিতে দুদক তদন্তে সহযোগিতা করার জন্য সুব্রত চক্রবর্তীকে চিঠি দেয়। কিন্তু তিনি কোন সহযোগিতা করেননি। পরে দুদক আইনের ১৯(৩) ধারায় তার বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা (নং-১/৯/১৬) দায়ের করা হয়। ওই মামলায় বুধবার তাকে গ্রেফতার করা হয়।
নগরীর কোতোয়ালী থানার ওসি সুহেল আহমদ জানান, দুদক সুব্রত চক্রবর্তী জুয়েলকে গ্রেফতার করে থানায় হস্তান্তর করেছে।