রাজধানীর বঙ্গভবনের সংলগ্ন রাস্তায় বুধবার দিবাগত রাতে মাটিবাহী ট্রাকের চাপায় মিজান (৩০) নামে আর্মড পুলিশ ব্যাটালিয়নের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন। তিনি মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হাজি মোহাম্মদ আলীর ছেলে। নিহত মিজান বঙ্গভবনের প্রোটেকশন সেকশনে নিয়োজিত ছিলেন।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে যাত্রাবাড়ীর বাসা থেকে বঙ্গভবনের ডিউটিতে যাওয়ার সময় ট্রাকের চাপায় গুরুতর আহত হন মিজান। পরে তাকে ঢামেকে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার