রাজধানীর পল্লবীতে শরিফুন নেসা (৭০) নামে এক বৃদ্ধার গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে পল্লবী থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পল্লবীর জুটপট্টি রাব্বানী হোটেলের পাশে একটি ছয়তলা ভবনের তৃতীয় তলা থেকে ওই বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়। পরে ময়না তদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় ওই ভবনের দারোয়ান রাকিবকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/ ১৭ নভেম্বর ২০১৬/ এনায়েত করিম-১