কক্সবাজার-৪(টেকনাফ-উখিয়া) আসনের সংসদ সদস্য আবদুর রহমান বদিকে বিচারিক আদালতে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ থেকে দেওয়া খালাসের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেছে দুর্নীতি দমন কমিশন। বৃহস্পতিবার সকালে দুদকের কৌঁসুলি খুরশীদ আলম খান এ তথ্য জানান।
এর আগে, গত ২ নভেম্বর এমপি বদির বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ প্রমাণিত হয়নি বলে রায় দেয় বিচারিক আদলত।
২০১৪ সালের ২১ আগস্ট এমপি আবদুর রহমান বদির বিরুদ্ধে রমনা থানায় মামলাটি করেন দুদকের উপ-পরিচালক আবদুস সোবহান।
বিডি-প্রতিদিন/১৭ নভেম্বর, ২০১৬/মাহবুব