রাজধানীর উত্তরা ও আদাবর এলাকায় অভিযান চালিয়ে 'নব্য জেএমবি'র ৫ সদস্যকে আটক করা হয়েছে। তারা 'নব্য জেএমবি'র সারওয়ার ও তামিম গ্রুপের সদস্য বলে জানিয়েছে র্যাব।
বুধবার (১৬ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান।
আটককৃতদের মধ্যে বোমা বিস্ফোরক বিশেষজ্ঞ, জঙ্গি প্রশিক্ষক ও অর্থ সমন্বয়কারী বলে জানিয়েছে র্যাব। তবে তাৎক্ষণিকভাবে আটকদের নাম পরিচয় জানা যায়নি।
বিডি-প্রতিদিন/১৭ নভেম্বর, ২০১৬/মাহবুব