সেনা বিদ্রোহে উস্কানি মামলার পর এবার রাষ্ট্রদ্রোহ মামলায়ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার জামিন স্থগিত করেছেন আপিল বিভাগ।
বৃহস্পতিবার দুপুরে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের ৪ সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে, গত ১৪ নভেম্বর রাজধানীর গুলশান থানায় দায়ের করা সেনা বিদ্রোহে উস্কানি মামলায়ও হাইকোর্টের দেওয়া জামিন ২৭ নভেম্বর পর্যন্ত স্থগিত করেছিলেন আপিল বিভাগ। ফলে আগামী ২৭ নভেম্বর এই দুটি মামলায় মান্নার জামিনের বিষয়ে একসঙ্গে শুনানি অনুষ্ঠিত হবে বলে আদালত জানিয়েছেন।
প্রসঙ্গত, ২০১৫ সালের ২৫ ফেব্রুয়ারি মান্নাকে গ্রেফতারের পর পরদিন সেনা বিদ্রোহে উস্কানির অভিযোগে গুলশান থানায় মান্নার বিরুদ্ধে এই মামলাটি হয়। একই ঘটনায় ওই বছর ৫ মার্চ রাষ্ট্রদ্রোহের অভিযোগে আরেকটি মামলা হয়।
এ দুই মামলায় হাইকোর্টে জামিন আবেদনের পর ২১ মার্চ হাইকোর্ট রুল জারি করেন। এর মধ্যে রাষ্ট্রদ্রোহ মামলায় রুলের চূড়ান্ত শুনানি শেষে ৩০ আগস্ট মান্নাকে জামিন দেন হাইকোর্ট। আর গত ১০ নভেম্বর উসকানির মামলায় জামিন পান মাহমুদুর রহমান মান্না।
বিডি-প্রতিদিন/১৭ নভেম্বর, ২০১৬/মাহবুব