বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে আগামীকাল শুক্রবার সারাদেশের জেলা ও মহানগর পর্যায়ে বিক্ষোভের ডাক দিয়েছে জাতীয়তাবাদী যুবদল।
বৃহস্পতিবার গ্রেফতারি পরোয়ানা জারির পর এ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয় বলে নিশ্চিত করেছেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াসউদ্দিন মামুন।
প্রসঙ্গত, সমন জারির পরও আদালতে হাজির না হওয়ায় বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাজহারুল ইসলাম খালেদা জিয়ার বিরুদ্ধে এ পরোয়ানা জারি করেন।
এর আগে, ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে ভুয়া জন্মদিন পালনের অভিযোগে গত ৩০ আগস্ট খালেদা জিয়ার বিরুদ্ধে এ মামলাটি দায়ের করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম।
বিডি-প্রতিদিন/১৭ নভেম্বর, ২০১৬/মাহবুব