সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, আমাদের সমাজের অভ্যন্তরে বসবাস করেই অনেকে জঙ্গিবাদ সৃষ্টি করছে। যারা জঙ্গিবাদ সৃষ্টি করছে তারা কোনো না কোনো পরিবারের সন্তান। তবে আশার কথা এই দেশের মানুষ জঙ্গিবাদকে প্রত্যাখ্যান করছে। দেশে এমন পরিবারও রয়েছে, এমন বাবা-মা আছেন যারা জঙ্গিদের মৃতদেহ গ্রহণ করতে অস্বীকার করেছেন। এটি কিন্তু কম বড় কথা নয়। এটাই বাংলাদেশ।
বুধবার সন্ধ্যায় প্রমা আবৃত্তি সংগঠনের ২৫ বছর পূর্তি উপলক্ষে তিন দিনব্যাপী রজতজয়ন্তী উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, এই বাংলাদেশ ফারাজের বাংলাদেশ। যেই ফারাজ তার বন্ধুদের ছেড়ে যায়নি এবং সেখানে সে জীবন দিয়েছে। কিন্তু পাশাপাশি এটাও ভাবতে হবে, এই জঙ্গিবাদের জন্ম কোনো না কোনো মানুষ, কোনো না কোনো শক্তি আমাদের অভ্যন্তরেই বসবাস করে গোপনে এ কাজটি করে যাচ্ছে। সুনিপুণ ও দক্ষতার সাথে তা প্রতিরোধ করতে হবে। আইনশৃঙ্খলা বাহিনী ও রাজনৈতিক দল তাদের কাজ করবেন। যে যার অবস্থানে থেকে তা প্রতিরোধ করতে হবে। আর সংস্কৃতিকর্মীদের সাংস্কৃতিক কর্মকাণ্ড আরও তীব্রতর, গভীরতর ও ব্যাপকতর করতে হবে। শুধু বক্তৃতায় সীমাবদ্ধ থাকলে হবে না। প্রত্যেকের জীবনে তা প্রতিফলন ঘটাতে হবে। বাংলাদেশের গ্রামে গঞ্জে, শহরে ১৬ কোটি মানুষের সন্তানদের সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে জঙ্গিবাদের বিরুদ্ধে সচেতন করে গড়ে তুলতে হবে।
‘প্রেমে দ্রোহে সংগ্রামে আবৃত্তির প্রাঙ্গণে’ এ স্লোগানকে সামনে রেখে প্রমা আবৃত্তি সংগঠনের সভাপতি আবৃত্তিশিল্পী রাশেদ হাসানের সভাপতিত্বে সভায় অতিথি ছিলেন দৈনিক আজাদীর সম্পাদক এমএ মালেক, সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুল হক, শহীদজায়া বেগম মুশতারী শফী, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আহকাম উল্লাহ, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী আশরাফুল আলম, কবি ও সাংবাদিক ওমর কায়সার প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ২৩ নভেম্বর ২০১৬/ সালাহ উদ্দীন