পাঁচ দফা ঘোষণার মাধ্যমে শেষ হলো দুই দিনব্যাপী প্রথম জাতীয় গণযোগাযোগ ও সাংবাদিকতা সম্মেলন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের(ঢাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ আয়োজিত এই সম্মেলনে বিভিন্ন বিষয়ের ওপর ৪৫ টি গবেষণাপত্র উপস্থাপিত হয়েছে। এছাড়া জেন্ডার এবং গণমাধ্যম, সন্ত্রাসবাদ এবং গণমাধ্যম, বাংলাদেশে ডিজিটাল সংস্কৃতির আবির্ভাব, সংবাদপত্র পঠনযোগ্যতা এবং শিক্ষা সহ গণমাধ্যমের বিভিন্ন বিষয় উঠে আসে এই সম্মেলনে।
এতে দেশের বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, গবেষক, গণমাধ্যম ব্যক্তিত্ব প্রমুখ প্যানেল আলোচনায় অংশ নেয়।
সম্মেলন থেকে ঘোষিত পাঁচ দফা হচ্ছে-দেশে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক গবেষণা বহুমাত্রিকতা লাভ করেছে। তবুও আধুনিক সমাজ ব্যবস্থা, প্রযুক্তি ও বিশ্বায়নের প্রেক্ষাপটে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে নিত্যনতুন বিষয়ে গবেষণার ওপর গুরুত্ব আরোপ করা হচ্ছে। দেশে এই বিষয়ক শিক্ষা, গণমাধ্যম ও গণযোগাযোগ শিল্প ও পেশার বিকাশের প্রেক্ষাপটে সংশ্লিষ্ট সবার মধ্যে গবেষণা, গবেষণালব্ধ ফল উপস্থাপনের জন্য নেটওয়ার্কিং-এর উপর গুরুত্ব আরোপ করা হচ্ছে। জাতীয় পর্যায়ে এ ধরণের সম্মেলন প্রতি বছর আয়োজনের উপর গুরুত্ব আরোপ করা হচ্ছে। এ লক্ষ্যে দেশের বিভিন্ন গণমাধ্যমসমূহ ও সরকারি প্রতিষ্ঠানের সহযোগিতা ও পৃষ্ঠপোষকতার উপর গুরুত্ব আরোপ করা হচ্ছে।