রাজধানীর ভাটারা এলাকা থেকে ফরিদ সরকার (৩৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল ৫টার দিকে পূর্ব ভাটারা এলাকার একটি বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।
ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) তাপস কুমার ওঝা জানান, ফরিদ দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন। তবে কি কারণে তার মৃত্যু হয়েছে তা জানা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
বিডি প্রতিদিন/১৩ ডিসেম্বর ২০১৬/হিমেল