ঢাকার অদূরে সভারের আশুলিয়ার বাইপাইল এলাকায় রেশমা আক্তার (২৮) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়ার বাইপাইল বগাবাড়ি এলাকার একটি পাঁচতলা ভবন থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রাসেল মোল্লা।
রেশমা আক্তার টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানার জাঙ্গালিয়া গ্রামের হাজী রসমত আলীর মেয়ে। তিনি দুই বছরের এক শিশু সন্তানসহ বাবা-মায়ের সঙ্গে ওই ভবনের পঞ্চম তলায় একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতেন।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রাসেল মোল্লা বলেন, সন্ধ্যায় দুই বছরের শিশু সন্তানসহ রেশমার বাবা-মা বাসার বাইরে যান। পরে রাতে বাসায় ফিরে অনেক ডাকাডাকির পরও দরজা না খুললে তাদের সন্দেহ হয়। এসময় দরজা ভেঙে ফ্যানের সঙ্গে রেশমার ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে খবর দিলে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
বিডি-প্রতিদিন/১৪ ডিসেম্বর, ২০১৬/মাহবুব