রাজধানীর দারুসসালামে নিহত দুই শিশুকে ধারালো অস্ত্র দিয়ে শ্বাসনালী কেটে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ফরেনসিক বিভাগের চিকিৎসক প্রদীপ বিশ্বাস।
বুধবার (১১ জানুয়ারি) বেলা দেড়টার দিকে ঢামেক হাসপাতাল মর্গে দুই শিশুসহ তাদের মায়ের মরদেহের ময়নাতদন্ত শেষে সাংবাদিকদের তিনি বলেন, শিশু দু’টির গলার শ্বাসনালী কাটা ছিলো। তাদের ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে। নিহত ওই দুই শিশুর মায়ের গলায়ও একটি দাগ পাওয়া গেছে। এছাড়া আরও পরীক্ষা-নিরীক্ষা জন্য ভিসেরা সংগ্রহ করা হয়েছে।
মঙ্গলবার (১০ জানুয়ারি) বিকেলে রাজধানীর দারুসসালাম থানার ছোট দিয়াবাড়ি এলাকার টিনশেড বাড়িতে শিশু মেয়ে শামীমা (৫) ও ছেলে আব্দুল্লাহকে (৩) হত্যার পর 'আত্মহত্যা' করেন মা আনিকা (২০)। স্থানীয়দের ভাষ্যমতে পারিবারিক কলহে এই তিন মৃত্যু।
বিডি-প্রতিদিন/এস আহমেদ